ব্যবহার বিধি:
দরজার দুটি অংশ একটি চৌকাঠ অন্যটি দরজা।যেদিক থেকে দরজা খোলা হয়,হাতল বরাবর দরজার উপরের কর্নারে ডিভাইসটি স্থাপন করুন। স্থাপন করতে ডিভাইসের পিছনে একটি আঠাযুক্ত পাত আছে, পাত থেকে হলুদ স্টিকার সরিয়ে দরজার কর্নারে পাতটি যুক্ত করে তার মধ্য ডিভাইসটি স্থাপন করুন। এবার চুম্বকটি ডিভাইস এর ঠিক ডান/বাম পাশে চৌকাঠে প্রতিস্থাপন করুন।